QuizQuiz

বাংলা কুইজ – সেট ২০

১. ২০১১ এর সেনসাস অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলার বৃদ্ধির হার সব থেকে বেশি?

উত্তর :
উত্তর দিনাজপুর

২. দেশলাই আবিষ্কার করেন কে?

উত্তর :
জন ওয়াকার

৩. ছোঁয়াচে কলম বইটি কার লেখা?

উত্তর :
অনুপম রায়

৪. রায় গুনাকর নামে কে পরিচিত?

উত্তর :
ভারতচন্দ্র রায় ( নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র তাঁকে গুনাকর উপাধি দেন)

৫. কোন শিখগুরু নিজেকে সাচ্চা বাদশাহ বলতেন?

উত্তর :
গুরু হরগোবিন্দ

৬. বঙ্গবন্ধু নামে কে পরিচিত?

উত্তর :
শেখ মুজিবুর রহমান

৭. কাশ্মীরের আকবর কাকে বলা হয়?

উত্তর :
জয়নুল আবিদীন

৮. গুণরাজ খাঁ কার ছদ্মনাম?

উত্তর :
মালাধর বসু

৯. কোন মুঘল সম্রাটকে “Prince of Builders” বলা হয়?

উত্তর :
শাহজাহান

১০. “বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে” – এটি কার বিখ্যাত উক্তি?

উত্তর :
সঞ্জীব চট্ট্যোপাধ্যায়

To check our latest Posts - Click Here

Telegram

Pritam Banerjee

Quiz Master and Quiz Enthusiast

Related Articles

Back to top button