QuizQuiz

বাংলা কুইজ – সেট ১৭

Bangla Quiz Set 17

বাংলা কুইজ – সেট ১৭

প্রিয় পাঠকেরা,বাংলা কুইজ এর পক্ষ থেকে তোমাদের জন্য দেওয়া রইলো কুইজের ১০ টি প্রশ্ন ও উত্তর।

১. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কি এবং সেটি কার লেখা?

উত্তর :
দুর্গেশ নন্দিনী , বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২. শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস কবে?

উত্তর :
৪ঠা ফেব্রুয়ারী ( 4th February )

৩. “Forge your Future” বইটি কার লেখা?

উত্তর :
এ. পি. জে. আব্দুল কালাম

৪. শ্রীলঙ্কার জাতীয় খেলা কি?

উত্তর :
ভলিবল

৫. ইতিহাসের কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নাম “বুসেফালাস” যে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ জয় করেছেন?

উত্তর :
আলেক্সজান্ডার

৬. আসফ খানের কন্যা অনজুমান বানু বেগম ইতিহাসে কি নাম বিখ্যাত?

উত্তর :
মুমতাজ

৭. স্বাধীন ভারতের বিমান বাহিনীর প্রথম প্রধান কে ছিলেন?

উত্তর :
থমাস আর্মহাস্ট ( প্রথম ভারতীয় – সুব্রত মুখার্জী )

৮. আগেকার দিনে রানীরা বাইরের দৃশ্য দেখা থেকে বঞ্চিত থাকতেন | এই দুর্দশার কথা ভেবে মহারাজা সাওয়াই প্রতাপ সিং বিখ্যাত স্থপতিকার লাল চাঁদ ওস্তাদ কে দিয়ে কোন বিখ্যাত সৌধ বানান?

উত্তর :
হাওয়া মহল

৯. ১৫৮৩ সালে আকবর কর্তৃক প্রতিষ্ঠিত ভারতের কোন শহরের নামের অর্থ “ঈশ্বরের শহর” (“City of God”)?

উত্তর :
এলাহাবাদ

১০. “Dalhousie…Through My Eyes” – বইটির লেখক কে?

উত্তর :
তথাগত রায়

আরো দেখে নাও : [ বাংলা কুইজ – সেট ১৬ ]

 

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

Back to top button