QuizQuiz

বাংলা কুইজ – সেট ১২

১. ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়?

উত্তর :
করমন্ডল

২. কোন গাছ কে জীবন বৃক্ষ বলা হয়?

উত্তর :
খেজুর গাছ

৩. ভারতের কোন রাজ্য কে “সমুদ্রের দান” বলা হয়?

উত্তর :
কেরালা

৪. মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি ?

উত্তর :
যকৃৎ

৫. “Waiting for a Visa” একটি ২০ পাতার হাতে লেখা আত্মজীবনী যেটি এখনো কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়ানো হয়. এটি কার আত্মজীবনী?

উত্তর :
বি. আর. আম্বেদকর

৬. বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালন করা হয়?

উত্তর :
২৮শে জুলাই

৭. রাজাজি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে?

উত্তর :
উত্তরাখন্ড

৮. পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি বাঘ রয়েছে?

উত্তর :
ভারত

৯. ভারতের কোন শহরে প্রথম বেসরকারি মিসাইল বানানোর কারখানা তৈরী হয়েছে?

উত্তর :
হায়দ্রাবাদ

১০. পাকিস্তানের মাদার টেরিজা নাম কে পরিচিত?

উত্তর :
রুথ ফাউ ( Ruth Pfau )

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button