QuizQuiz

বাংলা কুইজ – সেট ৮

১. অশোকের শিলালিপির পাঠোদ্ধার প্রথম কে করেন?

উত্তর :
জেমস প্রিন্সেপ

২. কলকাতা মেডিকেল কলেজ এর জন্য কে জমি দিয়েছিলেন?

উত্তর :
মতিলাল শীল

৩. কার আদেশে বদায়ুনী, ব্যাসের মহাভারতের কিছু অংশ পারসীতে অনুবাদ করেছিলেন?

উত্তর :
আকবর

৪. মাদ্রাজ শহরটির নাম পাল্টে চেন্নাই হয় কোন সালে?

উত্তর :
১৯৯৬

৫. চৈতন্যদেব কবে, কোথায় দেহত্যাগ করেছিলেন?

উত্তর :
১৫৩৪ খ্রিস্টাব্দে ( 1534 AD ) , পুরী ( নীলাচল )

৬. লোকসভায় পচিমবঙ্গের সিট কটি?

উত্তর :
৪২ (42)

৭. আলেক্সজান্ড্রিয়া বন্দরটি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর :
নীলনদ

৮. মানবদেহের সব থেকে বড়ো লসিকা গ্রন্থির নাম কি ?

উত্তর :
প্লীহা

৯. “মায়ের দেওয়া মোটা কাপড়” – গানটির রচয়িতা কে ?

উত্তর :
রজনীকান্ত সেন

১০. ওজন ছিদ্রের মান কোন এককে প্রকাশ করা হয়?

উত্তর :
ডাবসন

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button