Bengali MythologyQuiz

বাংলা মিথোলজি – সেট ২

বাংলা মিথোলজি কুইজ – সেট ২

১. পুরান মতে নবগ্রহ বলতে কাদের বোঝানো হয়?

উত্তর :
সূর্য, চন্দ্র, বুধ, রাহু, কেতু, বৃহস্পতি, শুক্র, শনি ও মঙ্গল

২. নবগ্রহকে কে বশীভূত করেন এবং আটকে রাখেন?

উত্তর :
রাবণ ( রামায়ণ অনুসারে)

৩. কে রাবণের কাছ থেকে নবগ্রহকে উদ্ধার করেন?

উত্তর :
শ্রী হনুমান

৪. কর্ণের ধনুকের নাম কি ছিল?

উত্তর :
বিজয়

৫. অর্জুনের ধনুকের নাম কি ছিল?

উত্তর :
গান্ডীব


৬. মহাভারতে দুর্যোধনের অস্ত্রগুরু কে ছিলেন?

উত্তর :
শ্রী বলরাম

৭. ভীমকে গদা চালানো ও যুদ্ধ বিদ্যা কার কাছ থেকে শিখতে বলেন শ্রীকৃষ্ণ?

উত্তর :
হনুমানের কাছ থেকে

৮. মহাদেবের ধনুকের নাম কি ছিল?

উত্তর :
পিনাক

৯. বিষ্ণুর ধনুকের নাম কি ছিল?

উত্তর :
সারঙ্গ

১০. শ্রীকৃষ্ণের কাছে এক বিশেষ মনি ছিল, সেটির নাম কি?

উত্তর :
স্যামন্তক মনি

আরো দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Pritam Karmakar

Quiz and GK enthusiast , Active author of the Mythological section of BangalQuiz.in

Related Articles

Back to top button