QuizQuiz

বাংলা কুইজ – সেট ৪

১. কে প্রথম মহিলা হিসেবে সাহিত্য একাডেমী পুরস্কার পেলেন?

উত্তর :
অমৃতা প্রীতম

২. ভারতীয় রেলের ম্যাসকট কি ?

উত্তর :
ভোলু নামক হাতি, ২০০২ সাল থেকে চালু হয়

৩. স্বাধীন ভারতের প্রথম রেল মন্ত্রী ছিলেন কে?

উত্তর :
জন ম্যাথাই

৪. সুন্দরী মহিলা কে ভয় পাওয়া কে ইংলিশ এ কোন ভীতি বলে?

উত্তর :
Venustraphobia/ Caligynephobia

৫. প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারাঅলিম্পিকে পদক কে পান?

উত্তর :
দীপা মালিক

৬. বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়?

উত্তর :
৪ ফেব্রুয়ারী ( 4th February )

৭. “Dilli Meri Dilli : Before and after 1998 ” – বইটি কার লেখা?

উত্তর :
শীলা দীক্ষিত

৮. তুলোতন্তু ফুসফুসে প্রবেশ করলে যে রোগটি হয় সেটি হলো

উত্তর :
বিসিনোসিস

৯.” The Origin of Species by Means of Natural Selection” – গ্রন্থটির রচয়িতা হলেন

উত্তর :
ডারউইন

১০. ভারতে আদমশুমারি কত বছর অন্তর করা হয়?

উত্তর :
১০

To check our latest Posts - Click Here

Telegram

Anupam Halder

Site Admin, Technical Manager, Active author of BanglaQuiz.in , Quiz and GK enthusiast , Specialized in Traditional GK

Related Articles

দেখে নাও
Close
Back to top button